বই থেকে নিওয়া কিছু অংশ…
যে তারুণ্য…
যে তারুণ্যের ঘুম ভাঙে মুয়াজ্জিনের আজান শুনে …মুয়াজ্জিনের আজান শুনে যে দেশে সূর্য উঠে.. যে সবুজালয়ে ফররুখ ইসলামি রেনেসাঁর গান গেয়েছেন। যে অঞ্চলের বিস্তীর্ণ দিগন্তজুড়ে মুজাদ্দিদে আলফেসানির তাকবিরের ধ্বনি প্রতিধ্বনিত ছিল।
যে এলাকার ধ্বংস্তুপে দাঁড়িয়ে শাহ ওলিউল্লাহ’র পরিবার পুনঃনির্মাণের শপথ নিয়ে ঘুরে দাঁড়ানোর আওয়াজ তুলেছিলেন। যে দেশের তারুণ্যের মানসপটে পূর্বসূরীদের সংগ্রামগাঁথা এখনো অবিস্মৃত। বৈশ্বিক ইসলামি জাগরণের ঢেউ যে তারুণ্যের মনকে উদ্বেলিত করে। বিশ্বব্যাপি উম্মাহর বৈচিত্র্যময় পুনরুত্থান যে তরুণ-হৃদয়কে আন্দোলিত করে, অনুপ্রাণিত করে। উমর মুখতার, সাইয়েদ কুতুব, সানুসী, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, সাইয়েদ আহমদ শহীদ, জামাল উদ্দীন আফগানি, খানজাহান, তিতুমীর প্রমুখকে যে তারুণ্য নিজেদের চেতনার বাতিঘর মনে করে।
“এসো তারুণ্য ঘুরে দাঁড়াই”
আমরা এখন এক কঠিনতম সন্ধিক্ষণে,এক বিপদজনক টার্নিং পয়েন্টে।আমাদের সিদ্ধান্ত নিতে হবে স্রোতে গা ভাসিয়ে দেবো, না পাল্টা স্রোত সৃষ্টি করবো? আত্মসমর্পণ করবো,না পাল্টা চ্যালেঞ্জ ছুড়েঁ দেবো?
Reviews
There are no reviews yet.