খৃষ্টানদের জ্ঞান ছিলো কম, কম মাথা খাটাতো৷ ফলে তাদের পাদ্রীরা যা বলতো তাই মানত অন্ধভাবে, যাচাই না করে। এভাবে তারা জ্ঞানহীনতার কারণে পথভ্রষ্ট হয়ে পড়ে, পথ হারিয়ে ফেলে।
ইহুদিরা বেশি পণ্ডিতি করতে গিয়ে আধ্যাত্মিকতা, আল্লাহর সাথে সম্পর্ক হারিয়ে পথভ্রষ্ট হয়ে পড়ে। যেখানে থামা দরকার, সেখানেও আল্লাহর চাইতে বাড়তে যেতো, সীমালংঘন করে বসতো।
সূরা ফাতিহায় এই দুটি বাজে গুণের কথা আসছে। ফলে, মুসলিমরাও যদি ইহুদিদের মতো আধ্যাত্মিকতাহীন হয়, বা খৃষ্টানদের মতো অন্ধভাবে জ্ঞানহীন হয় তবে তারাও পথভ্রষ্ট হবে। দরকার আধ্যাত্মিকতা ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সমন্বয়।
উস্তাদ নোমান আলী খানের আল্লাহর কালামের ব্যাখ্যায় এদুটোই হাজির থাকে। ফলে তরুণরা জীবন্ত হিসেবে পায় কুর’আনকে। সেসব জীবন্ত কথামালা নিয়েই উস্তাদের বইটি। ৭টি মেজর ক্যাটাগরিতে মোট ৪০টি আর্টিকেলে সমৃদ্ধ।
proshantir khuje
proshanti
pro
Reviews
There are no reviews yet.