“বিনোদন ” শব্দটি শুনলেই আমাদের চোখে ভাসে গান-বাজনা, খাওয়া-ধাওয়া, ফুর্তি ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের দোষ না! দোষ ঐ সমাজের যে প্রতিনিয়ত গ্রহণ করছে পশ্চিমা সংস্কৃতি! দোষ তাদেরও যারা ইসলামের মতো প্রাণবন্ত এক দ্বীনকে রূপান্তর করে ফেলছে নির্জীব ধর্মে! অথচ ইসলাম একটা “পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা”। ইসলাম আমাদের কত সুন্দর জীবন উপহার দিয়েছে!! যদি তারা বুঝতো!
হ্যা ইসলামেও বিনোদন আছে! সুস্থ বিনোদন!
অনেকে যুক্তি দেখায় যে, “আল্লহ্ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদত করার জন্য।তাই আমাদের উচিত যে সারাক্ষণ তাঁর ইবাদতে মগ্ন থাকা”!
এই কারণে সেইসব মানুষদের পরিবার হয়ে যায় নিরস! সেখানে বিনোদনকে তারা হারাম বানিয়ে ফেলে!
অথচ রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদনে কখনো অনুৎসাহিত করেন নি। অবশ্য সেটার একটা মার্জিত সীমা রয়েছে ।
এটা হারাম। ওটা হারাম। এটা করা যাবে না। ওটা করা যাবে না। তাহলে কি ইসলামে বিনোদন বলে কিছু নেই? হ্যাঁ, আছে। বিনোদনের শত শত মাধ্যম। কিছু ভালো, কিছু খারাপ। খারাপটা থেকে যদি ভালোটা আলাদা করতে না পারি, তাহলে নিছক আনন্দও হয়ে উঠবে শোচনীয় পরিণতির কারণ। কাজেই, সাবধান হওয়া জরুরি। বন্যার পানির মতো বিনোদনের হাজারো উপকরণ আসছে। জায়গা করে নিচ্ছে হাতের মুঠোয়। পানি জীবন ধারণের জন্য অপরিহার্য। কিন্তু সেই পানি যদি বিশুদ্ধ না হয়, ফোটানো না হয়, তাহলে সেটাই হয়ে উঠতে পারে জীবনঘাতি।
এই বইতে আমরা আপনাকে একটা ফিল্টার দেবো। এই ফিল্টারে করে আপনি নিজেই ভালো আর খারাপ বিনোদনের উপকরণগুলো আলাদা করতে পারবেন। আনন্দের পরিশুদ্ধ মাধ্যমগুলো নিয়ে মেতে উঠুন হালাল বিনোদনে…
এটা করা যাবে না, এটা হারাম।
ওটা করা যাবে?- না ওইটা আরও বেশী হারাম।
কেবল না আর না! ইসলামে কি হ্যাঁ নেই!!! ঠিক এই ধরণের চিন্তা ভাবনা যাদের (যদিও অধিকাংশের ই এই চিন্তা ) তাদের জন্যই এই বইটি।
Reviews
There are no reviews yet.