উসতায নুরুদ্দিন ইতির রচিত ‘নবিজীবনের সৌরভ’ বইটি আরববিশ্বে বহুল পঠিত। এর নেপথ্য কারণ হলো, বইটি খুবই সংক্ষিপ্ত, বিশুদ্ধ বর্ণনাদির ওপর ভিত্তি করে রচিত এবং সাধারণ্যের উপযোগী। এই বইয়ে অতি সংক্ষেপে সিরাতের সুবাসিত নির্যাস ও শিক্ষা বর্ণিত হয়েছে। তাই এই সিরাতবইটি ব্যক্তিগতভাবে যেমন ব্যাপক পঠিত হয়, তেমনি বিভিন্ন দ্বীনি মজলিসে এটির সামষ্টিক পাঠ হয়। বইটির ওপর বিখ্যাত মিশরীয় আলিম উসতায ওয়াসফি আশুরের পরিচালিত সামষ্টিক পাঠ দারুণ মনোমুগ্ধকর।
এই সিরাত বইটিতে হয়তো গবেষক ও বোদ্ধা পাঠকদের জন্য আহামরি নতুন কোনো তথ্য নেই, কিন্তু সিরাতের সুরভি তো এমন এক আবেশ- যা কখনও পুরনো হয় না, যার আবেদন মলিন হয় না, যার তৃষ্ণানিবারণী শক্তি এতটুকুও কমে না। আর নবিপ্রেমী সাধারণ্য, কিশোর-তরুণ, নতুন সিরাত অধ্যয়নকারীর জন্য এটি খুবই উপযোগী ও উপকারী।
সিরাতের ছোট্ট এই সওগাতটুকু ছোট্ট আতরদানিতে করে বাংলাভাষী নবিপ্রেমীদের সামনে উপস্থাপন করতে পেরে আমরা প্রচ্ছদ পরিবার আনন্দিত। ইনশাআল্লাহ, এর সুবাদ পাঠকদের মোহিত করবে।
Reviews
There are no reviews yet.