সালাত একটি তালাবদ্ধ সিন্দুকের ন্যায়। আল্লাহর প্রতি নিবিষ্টচিত্ততা এবং তিনি ছাড়া অন্য সকল কিছু থেকে বিমুখ হওয়াই তার একমাত্র চাবিকাঠি। সালাতের গোপন স্বাদ সে-ই আস্বাদন করতে পারে, যার মনোযোগ কেবল সালাতের প্রতিই নিবদ্ধ থাকে। একটি পূর্ণ পাত্রে নতুন কিছু রাখতে চাইলে তার ভেতরের বস্তুগুলো আগে ফেলে দিতে হয়, তদ্রƒপ তুমি যদি হৃদয়ে সালাতের অর্থ, তত্ত্ব ও তাৎপর্য অনুধাবন করতে চাও, তাহলে সালাতের সময় হৃদয় থেকে দুনিয়ার ফিকির ও রিজিক অনুসন্ধানের চিন্তা বের করে দিতে হবে। তবেই হৃদয় প্রশস্ত হবে এবং সালাতের নুর হৃদয়ে বিচ্ছুরিত হবে।
তাই কাবাঘর হোক তোমার চেহারা ও শরীরের কিবলা; আর কাবাঘরের রব হোন তোমার আত্মা ও হৃদয়ের কিবলা। মনে রাখবে, সালাতের মধ্যে তুমি যতটুকু আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করবে, আল্লাহও ঠিক ততটুকু তোমার প্রতি মনোযোগ নিবদ্ধ করবেন। তুমি যদি তাঁর থেকে বিমুখ থাকো, তিনিও তোমার থেকে বিমুখ থাকবেন। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল।
Reviews
There are no reviews yet.