ইতিহাসবিমুখতা ও রাষ্ট্র-নিয়ামকদের আর্থ-রাজনৈতিক স্বার্থের যুগল গ্রাসে ঘনিয়ে আসে যে গ্রহণ-আঁধার, তা থেকে মুক্তি পেতে ফিরে যেতে হয় অনুদ্ঘাটিত ইতিহাসের কাছে। পুনর্পাঠ অনিবার্য হয়ে ওঠে অতীতের বিতর্কিত প্রশ্নসমূহের খণ্ডিত আখ্যানের পরিপ্রেক্ষিতে। খুঁজে দেখতে হয় বিরোধের উৎস এবং কারণগুলোকে। এই সংকলনে লেখকের প্রত্যয়ী অনুসন্ধানে আলোকপাত করা হয়েছে তেমনই কিছু ঐতিহাসিক ঘটনায়।
ইতিহাস বিনির্মাণের ধারায় এ নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য সংযোজন।ইতিহাসের কিছু চাপা পরে যাওয়া নির্মম সত্য নিয়ে ইতিহাসের ছিন্নপত্র। লেখক নিজের বক্তব্য নয় বরং তুলে এনেছেন চেখের আড়ালে রয়ে যাওয়া প্রমাণাদি। যা পাঠকের চোখ বিস্ফোরিত করবে৷
Reviews
There are no reviews yet.