মুক্তির স্বাদ কেমন তা পরাধীন না থাকলে বুঝা দায়। অধিকার লাভের আনন্দ কেমন তা বঞ্চিতরাই জানে। এমন স্বাদ আস্বাদনের জন্য চটপট করছিল বিলাল(রাঃ) এর তৃষিত মন। জন্মের আগ থেকে দাস বনে যাওয়া বিলাল ইবনে রাবাহ(রাঃ) কখনো মুক্ত বিহঙ্গের মতো আকাশে ছুটতে পারেনি, পারেনি খোলা মরুদ্যানে উটের মত দৌড়াতে।
তবুও মনিবের বকরি-ভেড়া চড়াতে গিয়ে আকাশ দেখে মুক্ত হওয়ার আশা পুতে রেখেছিল মনে। সেই আশার বীজ থেকে চারা বের করে আনল মানবতার ধর্ম ইসলাম। মানবতার মহান শিক্ষক মুহাম্মদ(সঃ) তাকে মুক্তির স্বাদ আস্বাদন করাল। ইসলাম তাকে শোষণের কবল থেকে মুক্ত করে আনল। সেই ইসলামকে হৃদয়ের মাঝে নিঃস্বার্থভাবে স্থান দিয়েছিলএকটি আজীবন। নবীজি(সঃ) এর তরে জীবনকে বিলিয়ে দিয়েছিল বিলাল হাবশী(রাঃ)। নিগার মায়ের সন্তান হয়েও তাকওয়ার আয়নায় সচ্ছ ধবধবে ছিল বিলাল(রাঃ)।
মদিনায় হিজরতের পর নামাজের জন্য আযানের দায়িত্ব পরে বিলালের কাঁধে। ইসলামের ইতিহাসে প্রথম আযান। প্রথম মুয়াজ্জিনও তিনি। কড়কড়ে গলার আযানের ধ্বনি পৌঁছে গিয়েছে মদিনার প্রতিটি ঘরে ঘরে, যেমন ভাবে মক্কার কাফেরদের সামনে একাত্ববাদের ঘোষণা দিয়েছিল, “আহাদুন আহাদ।” বইটির একটি বৈশিষ্ট্য হল, রাসুল(সঃ) এর নাম যতবারই এসেছে সব নামই অনন্য। একটি নাম একাধিকবার ব্যবহার করা হয়নি।
Reviews
There are no reviews yet.