নেতৃত্ব একটি শিল্প। এই শিল্পে দক্ষ কুশলীর প্রচণ্ড অভাব। নেতৃত্বের সংকটে একটি জাতি ধ্বংসের মুখোমুখি হয়। তাই জাতি আজ চাতক পাখির ন্যায় বলিষ্ঠ নেতৃত্বের আবির্ভাবের অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু প্রকৃত নেতৃত্ব তখনই গড়ে উঠে, যখন কতগুলো নির্দিষ্ট বিষয় একযোগে কাজ করে এবং তাতে সফলতা অর্জিত হয়। অপরদিকে নেতা ভুল করে বসলে সবই পণ্ড হয়।
‘সমকালীন চ্যালেঞ্জ : নেতা ও নেতৃত্ব’ গ্রন্থে লেখক নেতৃত্ববিষয়ক একটি পূর্ণাঙ্গ স্কেচ এঁকেছেন। আমরা আশাবাদী, এই স্কেচ আগামী দিনের নেতৃত্বের জন্য একটা পথরেখা নির্দেশ করবে; যে পথরেখা ধরে সফলতা ছুঁয়ে দেওয়া সম্ভব।
চলুন, জীবনঘনিষ্ঠ ইস্যু নেতৃত্ব নিয়ে কিছু বোঝাপড়া করি।
এই বইয়ে বড় একটা অংশ আলােচনা হয়েছে ইসলামি নেতৃত্ব নিয়ে। মুসলিম
নেতাদের বেশ কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক। যেমন:-আল্লাহর প্রতি আত্মসমর্পণ, বিশ্বাস, জবাবদিহিতা,আনুগত্য, শরিয়তের অনুসরন ও অনুকরণ, সততা, দয়া,মানবসেবা, জ্ঞান, সাম্য, ধৈর্য, আত্ম নিয়ন্ত্রণ, আত্মউপলব্ধি ইত্যাদি। বইয়ে আরাে বিভিন্ন মনীষীদের দৃষ্টিতে নেতার গুনাবলি নিয়ে আলােকপাত করা হয়েছে।
সর্বশেষ বইয়ে, বিশ্ব নেতৃত্বে উল্লেখযােগ্য কিছু মডেলদের নিয়ে মৌলিক ধারনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে,মুহাম্মদ (সঃ), খােলাফায়ে রাশেদার নেতৃত্ব, ইমাম গাজ্জালি, ইমাম ইবনে তাইমিয়া, জর্জ ওয়াশিংটন,আব্রাহাম লিংকন, নেলসন ম্যান্ডেলা, মাহাথির মুহাম্মদ,এরদোয়ান, সাইয়েদ কুতুব (রহঃ) ইত্যাদি। নেতৃত্বের নানা শাখা-উপশাখা নিয়ে অতিত বর্তমান, ভবিষ্যৎ কে পাশাপাশি রেখে এই বইটি উপস্থাপনে এক অনন্য।
সমকালীন চ্যালেঞ্জ ও নেতৃত্ব বইয়ের লেখক এমন ব্যাক্তি, যিনি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। কোথায় চ্যালেঞ্জ, কেন চ্যালেঞ্জ তা তিনি অভিজ্ঞতার জ্বলন্ত উদাহরন, একটু পড়ে দেখুন……
Reviews
There are no reviews yet.