মুহাম্মদ আসাদ উত্তর আধুনিক বিশ্বে একজন প্রধান মুসলিম চিন্তাবিদ। উত্তর আধুনিক কালে সমস্যা অনুধাবন,বিশ্লেষণ ও ইসলামের সাথে এর সম্পর্ক করণে উনার মৌলিক ও সূক্ষ্ম চিন্তার বিশ্ব ব্যাপী সমাদৃত। তিনি একজন ইউরোপিয়ান, জীবিকার তাগিদে উনি মুসলিম বিশ্বে আসেন আর দীর্ঘদিন এই সমাজের সাথে বাস করে মনে প্রাণে ইসলামকে গ্রহণ করে নেয়। উপনিবেশিক শক্তি থেকে স্বাধীনতা উত্তর অনেক গুলো দেশের জন্য বুদ্ধি ভিত্তিক অনেক কাজের আঞ্জাম দিয়েছেন এই চিন্তক। লিখেন অনেক গুরুত্বপূর্ণ বই যার মধ্যে রোড টু মক্কা, সংঘাতের মুখে ইসলাম ও ইসলামে রাষ্ট্র ও সরকার পরিচালনার মূলনীতি এই তিনটি বই বাংলায় অনূদিত হয়েছে। বাংলায় বই তিনটি অনুবাদ করেছেন অধ্যাপক শাহেদ আলী।
১৯৪৮ সালে পাকিস্তানের পাঞ্জাব সরকার এর ইসলামি পুনর্গঠন বিভাগে কাজ করার সময় তিনি যেসব মতামত প্রদান করেন তার পুস্তক রূপ হচ্ছে এই বই। যদিও তিনি আক্ষেপ করে বলেন যে আমার পরামর্শগুলোর অতি অল্প কয়েকটি মাত্র গৃহীত হয়েছে। বইটি কয়েকটি কারণে ইসলামি রাজনীতি বা ইসলামে রাষ্ট্র ব্যবস্থা কি হবে তা নিয়ে লেখা অনেক গুলো বই থেকে আলাদা। বইটিতে আবেগধর্মী উপস্থাপনা নেই বরং বর্তমান সময়ে রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে ইসলামের মৌলিক নীতি অনুযায়ী সাজানো যায় তার একটি বাস্তব প্রকল্প তুলে ধরা আছে।
এটি একটি রাজনৈতিক প্রচারণামূলক বই নয় আর শুধু ধর্মীয় নীতির বইও নয়। রাষ্ট্র পরিচালনায় ইসলামের শরিয়াহতে যে বিস্তর স্বাধীনতা দেয়া হয়েছে মানুষকে তার সময় উপযোগী ব্যবস্থা প্রণয়নে এই বইটি আপনার সামনে তাকে সুন্দর ভাবে উপস্থাপন করবে। বইটিতে লেখক আগের জমানার লেখকদের রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত নীতি সমূহ তুলে না ধরে সরাসরি কোরান-হাদিস থেকে মূলনীতি গুলো নেয়ার চেষ্টা করেছেন এবং ইতিহাস থেকে তার উদাহরণ টেনেছেন। যারা ইসলামে রাজনীতির বিধান জানতে আগ্রহী, যারা এটির সাথে যুক্ত এবং যারা এটির বিরোধিতা করেন সবার জন্যই এটি একটি সুখপাঠ্য বই।
Reviews
There are no reviews yet.