ভূমধ্যসাগরের পূর্বে ১০৪২৯ বর্গমাইলের দেশ ফিলিস্তিন। দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে। হত্যা, খুন, গুম সেখানকার নিত্যদিনের ঘটনা। দখলদার ইজরাইলি পাপিষ্ঠরা ফিলিস্তিনিদের স্বীয় মাতৃভূমি থেকে বিতাড়িত করার বীভৎস খেলায় মেতে উঠেছে। অথচ গল্পটা ছিল ভিন্ন। সারা পৃথিবীতে প্রত্যাখ্যাত ইহুদিরা উদার ফিলিস্তিনিদের সরলতার সুযোগে পবিত্র এই ভূমিতে শিকড় গেঁড়ে বসে। কৌশলে দখল করতে থাকে ফিলিস্তিনিদের ভূমি সহ সব অধিকার। আরবদের অভ্যন্তরীণ দলাদলি আর আমির-ওমরাদের ঔদাসীন্য ইজরাইল নামক অবৈধ রাষ্ট্রের ভিত মজবুত করে দেয়। নিজভূমে পরবাসী হয়ে উঠার বেদনার উপাখ্যান তৈরি হয়। সেই উপাখ্যান প্রতিবিম্বিত হয়েছে ‘ফিলিস্তিনের বুকে ইজরাইল’ গ্রন্থে।
জেরুজালেম তিনটি ধর্মের অনুসারী দের পবিত্র ভূমি মুসলিম ,ইহুদী,ও খ্রিষ্টান। সবাই নিজেদের ভূমি বলে দাবি করে যাচ্ছে। অথচ এই ভূমির ইতিহাস ঐতিহ্য শাসনামলে মুসলিম জাতির সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত।
হাজার বছর ধরে নির্যাতিত,উদ্বাস্তু জাতি হলো ইহুদি যার, পূর্ব থেকেই মুসলমানদের বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত।যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ও পাওয়া গেছে তাদের চরিত্রের মূল গুণাবলি হলো গোপন ষড়যন্ত্র । পরবর্তীতে তাদেরকে বের করে দেওয়া হয় পুণ্য ভূমি মদিনা থেকে।এখন সেই আগের স্বভাব চরিত্র তাদের মাঝে বিদ্যমান।
আর খ্রিস্টান দের দাবি মেরি পুত্র মসীহ তাদের পবিত্র ভূমি বলে এটা কে নির্দিষ্ট করে গেছে।
ইহুদি জাতিকে সবসময় দাবার গুটির মত করে ব্যবহার করে যাচ্ছে বিশ্ব মোড়লরা। ফিলিস্তিন কে কেন্দ্র করে বহুকাল তাদের ব্যবহার করেছে ব্রিটিশরা। বর্তমানে করে যাচ্ছে মার্কিনরা।ফিলিস্তিনের আদ্যোপান্ত ইতিহাস ও কার কি ভূমিকা বিস্তারিত আলোচিত হয়েছে বইটিতে।
Reviews
There are no reviews yet.